ই-পেপার | রবিবার , ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ-নেপাল প্রথমার্ধে গোলশূন্য ড্র

সিএনএনবাংলা ডেস্ক:

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের আজ রবিবার (১৬ জুলাই) নেপালের মেয়েদের বিপক্ষে প্রথমার্ধে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশের মেয়েরা।

 

একই মাঠে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে মাঠে নেমে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ড্র করেছিল সাবিনারা। আজ প্রথমার্ধে বাংলাদেশের মেয়েরা গোল করার দুইটি সহজ সুযোগ হাতছাড়া করেছে। ম্যাচের শুরু থেকেই সফরকারীদের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। বেশ কয়েকটি সুযোগ আসে সাবিনা সানজিদাদের সামনে। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। অপরদিকে নেপালও বেশ কিছু সুযোগ পায়। তারাও সেগুলো কাজে লাগাতে পারেনি। ফলে গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।

এর আগে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৬৪তম মিনিটে দুই ডিফেন্ডারের প্রতিরোধ ভেঙে গোল করেন সাবিনা। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তারপর জয়টা যখন মনে হচ্ছিল হাতের মুঠোয়। নির্ধারিত সময় পর্যন্ত জাল অক্ষত রাখতে পারে লিটুর শিষ্যরা। তবে নির্ধারিত সময়ের অতিরিক্ত মিনিটে গোল হজম করে বসে বাংলাদেশ। গোল করে দলকে সমতা এনে দেন সাবিত্রা। ডান দিক থেকে বক্সে বল বাড়ান তিনি। ডিফেন্ডাররা সুযোগ পেলেও ক্লিয়ার করতে পারেননি। কয়েক পা ঘুরে ফের যায় সাবিত্রার পায়ে। জটলার ভেতর থেকে সুযোগ কাজে লাগান এই ফরোয়ার্ড। ফলে প্রীতি ম্যাচে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে সাবিনারা।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪