ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজনগরে ফুলজেন্ট কেজি একাডেমি কাছাড়ীর বই বিতরণ

সালেহ আহমদ স’লিপক :

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফুলজেন্ট কেজি একাডেমি কাছাড়ী এর বই বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) ২০২৪ রোজ সকাল সাড়ে ১০টায় স্কুলের সহকারী শিক্ষিকা জেপি আক্তার এর সঞ্চালনায় ও ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা পবিত্র কুরআন তেলওয়াত ও কবিতা আবৃত্তি করেন।

এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ক্বারী জাকির হোসেন শাকিব, আজিজুর রহমান তালেব, ফয়ছল আহমদ কাজল, আলাল মিয়া, হাজী আব্দুল বারী, খোশাদ মিয়া, মহিলা সদস্য ফৌজিয়া বেগম, সুমাইয়া বেগম, টপি বেগম প্রমুখ।

স্কুলের প্রতিষ্ঠাতা ক্বারী জাকির হোসেন শাকিব বলেন, শিক্ষার আলো জ্বেলে এই গ্রামকে আলোকিত করার যে স্বপ্ন আমি দেখেছি তা বাস্তবায়ন হবে এই স্কুলের হাত ধরেই। গ্রামে শিক্ষার আলো আসবেই ইনশাআল্লাহ।

আজিজুর রহমান তালেব বলেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার স্মৃতি স্মরণে এই স্কুল, সেই মহান ব্যক্তি মরহুম তাহির আলী সাহেবকে। আমি যুবক অবস্থায় ওনার বাড়িতে লজিংয়ে এসে নৈশ মক্তব প্রতিষ্ঠা করেছিলাম। আর আজ ওনার নামে এখানে স্কুল হয়েছে এটা সত্যি গর্বের বিষয়। আমি এই স্কুলের সার্বিক সফলতা কামনা করছি।

ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম আহমদ বলেন, শিক্ষার্থীদের নতুন বই আমরা আজ দিতে পেরে অনেক আনন্দিত। প্রত্যেক অভিভবাক যেন নিয়মিত তাদের সন্তানদের স্কুলে পাঠায়, এটাই আজকে আহবান করবো। আগামীতে আরো ভালো করার প্রত্যয়ে অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা করেন তিনি।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট