ই-পেপার | রবিবার , ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কর্ণফুলী প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাসের ধাক্কায় নুরুল আমিন পিন্টু (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন গ্রামের মৃত হাফেজ এখলাসের ছেলে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১টা ২০ মিনিটের দিকে পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে মোটরসাইকেল আরোহী নুরুল আমিন পিন্টু রাস্তা পার হওয়ার সময় উভয় দিক থেকে আসা দুটি বাসের মাঝখানে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করলেও বাসের চালক ও সহকারী পালিয়ে যান।

 

ক্রসিং হাইওয়ে পুৃলিশের ওসি স্নেহাংশু বিকাশ সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে মোটর সাইকেল চালিয়ে মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: