ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরটিলায় কিশোরের লাশ উদ্ধার, পরিবারের দাবি মুক্তিপণ না পেয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

নগরীর ইপিজেড থানার বন্দরটিলা হামিদ আলী টেন্ডল বাড়ি রোডে (বহুতল ভবনের পিছনে ড্রেন থেকে কিশোর মোঃ আবদুল্লাহ (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশ উদ্ধারের সময় বস্তাভর্তিও হাত-পা বাঁধা ছিল নিহত কিশোরের। সে বরিশাল জেলার ঝালকাঠি থানা কাঠালিয়া গ্রামের মোঃ মাহমুদ তালুকদারের বড় ছেলে বলে বলে জানা যায়। বর্তমান লাশ টি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল থেকে ছেলে টি নিখোঁজ হলে র্যাব ৭কে অভিযোগ দায়ের করেন।

এই বিষয়ে ইপিজেড থানার ওসি তদন্ত মোঃ জামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ফোনে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ থানা এনে মর্গে পাঠানোর উদ্যোগ নিয়েছি। অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এছাড়া পরিবারের দাবি মুক্তিপণ দাবি করে অভিযোগ টি প্রযুক্তির সহায়তায় খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন।