ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এবার রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি খুন

আবদুল লতিফ বাচ্চু , উখিয়া:
উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং সংলগ্ন মধুর ছড়া রোহিঙ্গা ক্যাম্পে এইবার হেড মাঝিকে খুন করল সশস্ত্র রোহিঙ্গারা।

খবরে জানা গেছে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একটি হত্যা সংক্রান্ত বিষয় নিয়ে মধুরছড়া ৪ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের মৃত সৈয়দ আহমদের পুত্র নাদির হোসেন (৩৯)কে প্রতিপক্ষ অস্ত্রধারী রোহিঙ্গারা বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি ও চুরিকাঘাত করে হত্যা করে বলে পুলিশ ধারণা করেছেন। নিহত নাদির হোসেন রোহিঙ্গা ক্যাম্প ৪ এক্স টেনশনের হেড মাঝি হিসেবে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

এদিকে একই দিন ভোরে অপর পৃথক ঘটনায় রোহিঙ্গা ক্যাম্প ১৭তে আধিপত্য বিস্তার নিয়ে আব্দুল্লাহ নামের অপর এক রোহিঙ্গাকেও গুলি করে হত্যা করে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী।

উখিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) শামীম হোসেন জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার পাঠানো হচ্ছে, ক্যাম্পের পরিস্থিতি ও স্বাভাবিক রয়েছে।