নিজস্ব প্রতিবেদক , ঢাকা:
চালুর ১০ মাসের মাথায় এই প্রথম হরতাল পার করছে মেট্রোরেল। হরতালেও পুরোদমে চলছে মেট্রো।সকালে অফিসগামী যাত্রীদের ভিড় ছিল তীব্র। রোববার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল।
শাহরিয়ার হোসেন নামে এক যাত্রী বলেন, সকাল ৯টায় উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও এসেছি। রাস্তায় অন্য বাহন কম থাকায় এখানে ভিড় বেশি ছিল। শনিবার বিএনপির সমাবেশ ঘিরে রাজনৈতিক সহিংসতায় এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হন।
রোববার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে। এদিকে জামায়াতে ইসলামীও একইদিন সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে।
সারা দেশে দিনব্যাপী ডাকা এই হরতালের শুরুতে রাজধানীতে কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। সকাল থেকে রাজধানীতে গণপরিবহন চলাচল করছে। দোকানপাট খুলতে শুরু করেছে। তবে ব্যক্তিগত গাড়ি কিছুটা কম। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছেন।
সিএনএনবাংলা২৪