ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬৩ আসনে লড়বে আওয়ামী লীগ

ইয়াসিন কবির জয়, ঢাকা :
দ্বাদশ সংসদ নির্বাচনে রাজনৈতিক মিত্র জাতীয় পার্টিকে ২৬টি এবং ১৪ দলের শরিকদের ছয়টি আসন ছেড়ে দিয়ে ২৬৩ আসনে ভোট করার সিদ্ধান্ত জানাল আওয়ামী লীগ। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া রোববার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান।

রোববারই ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। যেসব আসন আওয়ামী লীগ ছেড়ে দিচ্ছে, সেসব আসনে নৌকার প্রার্থীদের প্রত্যাহারের কথা নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়েও দেওয়া হয়েছে।

ইসিতে পাঠানো চিঠিতে জাপার প্রার্থীদের ছাড় দিতে আওয়ামী লীগের ২৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার করার কথা বলা হয়েছে। এর বাইরে নারায়ণগঞ্জ-৫ আসনটি জাতীয় পার্টির সেলিম ওসমানের জন্য আগেই খালি রেখেছিল আওয়ামী লীগ। সেখানে কোনো প্রার্থীকে আগে নৌকার মনোনয়ন দেওয়া হয়নি। সব মিলিয়ে জাতীয় পার্টি ছাড় পেল ২৬ আসনে।

আসন ভাগাভাগি নিয়ে আলোচনার মধ্যে ১৪ দলের শরিকদের সাতটি আসন ছেড়ে দেওয়ার কথা বলেছিল আওয়ামী লীগ। তবে নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে ছয়টি আসনে শরিকদের নৌকা দেওয়ার কথা বলা হয়েছে।

এবার রিটার্নিং কর্মকর্তার বাছাই এবং নির্বাচন কমিশনে আপিলে আওয়ামী লীগের পাঁচজনের প্রার্থিতা বাতিল হয়ে যায়। ৩২টি আসন ছেড়ে দেওয়ায় এখন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা নিয়ে ভোট করবেন মোট ২৬৩ জন।

বিপ্লব বড়ুয়া বলেন, ১৪ দলের শরিকদের যে ছয়টি আসন ছেড়ে দেওয়া হয়েছে, তারাও ভোট করবেন নৌকা প্রতীকে। ফলে নৌকা প্রতীক নিয়ে ভোটে থাকছেন মোট ২৬৯ জন। অন্যদিকে জাতীয় পার্টি যে ২৬টি আসনে ছাড় পেয়েছে, সেখানে তারা দলীয় প্রতীক লাঙ্গল নিয়েই ভোট করবেন।