ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচক হতে ক্রিকেট থেকে অবসরে পাকিস্তানের তারকা

স্পোর্টস ডেস্ক :

পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের সদস্য হতে যাচ্ছেন আসাদ শফিক। তাই পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান।

পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের ফাইনালে মাঠ ছাড়ার সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। গত তিন বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন আসাদ শফিক।

এই সময়ের মধ্যে শুধু মাত্র ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

আসাদ শফিক পাকিস্তানের হয়ে ৭৭টি টেস্ট ম্যাচ খেলে ১২টি সেঞ্চুরির সাহায্যে ৩৮.১৯ গড়ে ৪ হাজার ৬৬০ রান করেন। ২০১০ থেকে ২০১৭ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৬০টি ওয়ানডে ম্যাচ খেলে ১ হাজার ৩৩৬ রান করেন তিনি। আর ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেন ১৯২ রান।