ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে নৌকার প্রার্থী মোঃ জিল্লুর রহমানের মতবিনিময় সভা

সালেহ আহমদ স’লিপক:

মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত দ্বাদশ সংসদ নির্বাচন সংক্রান্ত নৌকার মনোনীত প্রার্থী মোঃ জিল্লুর রহমানের পক্ষে মতবিনিময় ও সেন্টার কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেতুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কনর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মসুদ আহমদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার, সাবেক পৌর কমিশনার আ.শ.ম. শামীম, সাবেক জেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি নজমুল হক।

এসময় ১নং খলিলপুর ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার মুরব্বিগণ ও যুবসমাজ উপস্থিত ছিলেন।