ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে আগুনে পুড়েছে ১০ বসতবাড়ি

আবুল ফয়েজ চৌধুরী, চট্টগ্রাম :

চট্টগ্রাম নগরীর পুরাতন হালিশহর রোডের হাজী পাড়া এলাকায় একটি বসতবাড়ি আগুনে পুড়েছে। সোমবার বাড়িটিতে হঠাৎই আগুনের সুত্রপাত ঘটে। কিছু সময়ের ব্যবধানে আগুন দাউ দাউ করে পুরো এলাকায় ছড়িয়ে পড়লে ৮ -১০ টি সেমিপাকা বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

এলাকার জনসাধারণের চেষ্টাতেও পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বাড়িগুলোর বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, তারা আগুনের প্রবল লেলিহান শিখার কারণে তেমন কোনো মালামাল বের করতে পারেনি। সরকারি জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিলে ফায়ার সার্ভিস তৎক্ষনাৎ সাড়া দেয়। সরু গলি হওয়ার ফলে ফায়ার সার্ভিসের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। শেষে ৩ ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষনে সব আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা প্রাথমিকভাবে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।