নিজস্ব প্রতিবেদক ,ঢাকা:
বিএনপির ডাকে দেশজুড়ে ৩৬ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে মঙ্গলবার (১২ ডিসেম্বর)। অবরোধের প্রথম দিন সকালে রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে পাঠানো হয়েছে দুটি ইউনিট।
সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, ৯টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১০টা ৪ মিনিটে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ১০টা ১৬ মিনিটে আগুন নির্বাপণ করে। হতাহতের ঘটনা ঘটেনি।