ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে পিতার মোটরবাইক দূর্ঘটনায় প্রাণ গেলো ছেলের

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি,

নাইক্ষ্যংছড়িতে পিতার সখের মটরবাইক কেনার ১৮ ঘন্টার মাথায় চালাতে গিয়ে সেই মোটরবাইক দূর্ঘটনায় সড়কে প্রাণ গেলো ছেলের।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় উপজেলা সদরের আদর্শগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে ওই এলাকার নুরুল আমিন ড্রাইভার সখ করে গত ৮ ডিসেম্বর বিকেলে একটি সেকেন্টহ্যান্ড মটরবাইক ক্রয় করেন স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে। রাতে বাইকটি বাড়িতে সুন্দর করে যত্ন করে রাখেন পিতা। পরদিন অর্থাৎ ৯ ডিসেম্বর ভোর ৫ টার দিকে নূরুল আমিনের পূত্র রিফাতুল ইসলাম (১৫)।

পিতার এ বাইকটি নিয়ে বেরুয় নাইক্ষ্যংছড়ি- রামু সড়কে। এক পর্যায়ে সে তার নিজের আদর্শ গ্রামের অংশ গাড়িটি নিয়ে সদরে আসার পথে নিয়ন্ত্রন হারিয়ে গাছে ধাক্কা খায়। এতে সে কানের নিচের অংশে প্রচন্ড আঘাত পায়।

লোকজন তাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসা নিতে রামু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ওই হাসপাতালে পৌঁছার পরে রিফাত মৃত্যুর কোলে ঢলে পড়ে।

খবর শুনে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই কাজি তৌফিকুল আলম ঘটনাস্থানে যান।

তিনি এ প্রতিবেদককে বলেন,১৫ বছরের কিশোর পিতার সদ্য কেনা ১টি পুরোনো বাইক নিয়ে বের হয়ে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। পরে রামু হাসপাতালে সে মারা যায়। তাকে ময়নাতদন্তের জন্যে ককসবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।