ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঠমান্ডুতে নেপাল-বাংলাদেশের ৩০ গুণীকে সংবর্ধনা

এমএইচ আরমান চৌধুরী, নেপাল থেকে :

নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি ও এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট এর যৌথ আয়োজনে নেপালের রাজধানী কাঠমান্ডুতে হোটেল থামেল পার্ক অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নেপাল ও বাংলাদেশের ৩০ গুণীজনকে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক দিনা উপাধ্যায়। প্রধান আলোচক ছিলেন নেপাল সরকারের পানি, শক্তি ও সেচ মন্ত্রণালয়ের মন্ত্রী ত্রিথা বাহাদুর লামা। বিশেষ অতিথি ছিলেন- জলবায়ু পরিবেশ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী গনেশ সাহা, পিপলস প্রোগ্রোসি পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিবাজী ইয়াদব, নেপালের জনপ্রিয় অভিনেতা মদন কৃষ্ণ সেরেস্তা ও হারিবাসা আচার্য, বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল ইসলাম চৌধুরী।

বাংলাদেশের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট এর পরিচালক গোলাম ফারুক মজনু এবং নেপালের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন জ্যোতি কারকি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির উপদেষ্টা, বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ।