ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এডিস মশা নিয়ন্ত্রণে কর্মসূচির উদ্বোধন করলেন চসিক মেয়র আফরোজা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম:

এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম।

চট্টগ্রাম নগরীর ১৬নং (চকবাজার) ওয়ার্ডের পাঁচলাইশ আবাসিক এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে হতে শুরু হওয়া এই কার্যক্রমে উপস্থিত ছিলেন চসিক’র কাউন্সিলর নূর মোস্তফা টিনু ও সংরক্ষিত কাউন্সিলর রুমকি সেনগুপ্ত।

রোববার সকালে মশক নিধন কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন মশক নিধন কর্মকর্তা মোহাম্মদ শরফুল ইসলাম মাহি, হাসান রশিদ, একেএম সাইদুল ইসলাম, মোহাম্মদ আবু সাঈদ সেলিম, মোহাম্মদ নিজাম উদ্দিন, শহিদুল হক মিন্টু প্রমুখ।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: