ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ পোয়েটস ক্লাবে কবি দেলোয়ার মুহাম্মদের স্থলাভিষিক্ত হলেন গীতিকার ঢালী মোহাম্মদ

সালেহ আহমদ স’লিপক:

বাংলাদেশ পোয়েটস ক্লাবের নির্বাহী পরিচালক সদ্যপ্রয়াত কবি দেলোয়ার মুহাম্মদের স্থলাভিষিক্ত হলেন গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার। বুধবার (২৯ নভেম্বর) রাত ৮টায় রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং ফুল বাগানে বাংলাদেশ পোয়েটস ক্লাব সুপ্রিম কাউন্সিলের এক জরুরী সভা ক্লাবের মহাপরিচালক কবি নাহিদ রোকসানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বাংলাদেশ পোয়েটস ক্লাবের নির্বাহী পরিচালক সদ্যপ্রয়াত কবি দেলোয়ার মুহাম্মদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পোয়েটস ক্লাবের পরিচালক অধ্যাপক মিলন রায়ের সঞ্চালনায় সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে কবি দেলোয়ার মুহাম্মদ এর স্থলে সভায় উপস্থিত সদস্যদের সমর্থনের ভিত্তিতে গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ারকে পোয়েটস ক্লাবের নির্বাহী পরিচালক পদে স্থলাভিষিক্ত করার ঘোষণা দেওয়ায় উপস্থিত সকলে করতালির মাধ্যমে নবনির্বাচিত নির্বাহী পরিচালককে অভিনন্দিত করেন।

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পোয়েটস ক্লাব সুপ্রিম কাউন্সিলের পরিচালক কবি মির্জা আশরাফুক ইসলাম, ঢাকা মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবি মুজিবুর রহমান বকুল, কুষ্টিয়া জেলা সভাপতি কবি মোঃ নূরুল হুদা ডিউক, ঢাকা জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কবি মিয়া আসলাম প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক কবি আফরোজা জেসমিন, ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক কবি অমিতাভ চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক কবি তাসলিমা বেগম।

পরে কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি শিকদার আবদুস সালাম, কবি মোঃ দেলোয়ার হোসেন, কবি হুমায়ুন মোহাম্মদ, কবি মাহবুবা ফারুক, কবি ইলা ভৌমিক, ডাক্তার নির্ঝর চৌধুরী, কবি মিজানুর রহমান, আবৃত্তিশিল্পী ফারজানা আফরোজ, জাকারিয়া বারী, তাসনুবা তিসা। গান পরিবেশন করেন গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার ও মাহজাবিন নূর মাহিন।