ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে অবরোধে বিএনপির মিছিল ও সড়ক অবরোধ, ১০ জন গ্রেফতার

শেখ আলাউদ্দিন, চট্টগ্রাম :

সরকার পতনের একদফা দাবি ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বুধবার
(২৯ নভেম্বর) নগরী ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। অবরোধকে কেন্দ্র করে বিএনপির আরো ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি দলটির।

অবরোধের সমর্থনে সকাল ৭টার দিকে নগরীর লালখান বাজার এলাকায় মিছিল করার সময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সৌরভ প্রিয় পাল সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাসেম বক্কর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পালসহ নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

এছাড়া অন্য থানায় গ্রেফতারকৃতদের মধ্যে ফিরিঙ্গীবাজার ওয়ার্ড যুবদল নেতা ইফতেখার উদ্দিনকে কোতয়ালী থানা, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড যুবদল নেতা এস এম ইউছুপ আলী, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড যুবদল নেতা আমিন শাকিল, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা নিশাদুল হাসান বাপ্পি ও শেখ ফরিদকে হালিশহর থানা, উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদল নেতা কবির হোসেনকে আকবর শাহ থানা গ্রেফতার করেছে।

এদিকে অবরোধের সমর্থনে চট্টগ্রাম ৮ নির্বাচনী এলাকার চাঁন্দগাও থানা বিএনপির উদ্যোগে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের নেতৃত্বে দুপুরে চাঁনগাও বাহির সিগন্যাল এলাকায় বিএনপি’র বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মাহবুব আলম, আনোয়ার হোসেন লিপু, চাঁন্দগাও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা নকিব উদ্দীন ভূইয়া, আফিল উদ্দিন আহমেদ, জসিম উদ্দিন। তাছাড়া মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজের নেতৃত্বে বন্দর এয়ার পোর্ট রোডে ৩৮ নং ওয়ার্ড বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি আজম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, থানা ছাত্রদলের আহবায়ক আবু রায়হান চৌধুরী, থানা কৃষক দলের সভাপতি আবদুল রহিম। সকালে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি হানিফ সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল হাসান ও সি. সহ সভাপতি হাসান মুরাদের নেতৃত্বে নিমতলা বন্দর লিংক রোডে বন্দর থানা বিএনপির মিছিল, দুপুরে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইন্জি. বেলাযেত হোসেন, নুরুল আমীন চেয়ারম্যান, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম ও ইউছুপ চৌধুরীর নেতৃত্বে ওয়াসা মোড়, আলমাস সিনেমা এলাকায় উত্তর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল।

মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেলের নেতৃ‌ত্বে লালদীঘি ও আন্দরকিল্লা এলাকায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছা‌সেবক দ‌লের মি‌ছিল, পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলমের নেতৃত্বে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল, পাহাড়তলী পুলিশবিট রেলগেইট এলাকায় মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে যুবদলের মিছিল, এতে নগর যুবদলের সহ সভাপতি মিয়া মো. ‌হারুন, সহ সম্পাদক মাহবুবুর রহমান, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু অংশ নেন, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন, যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন পিন্টু ও লালখান বাজার ওয়ার্ড যুবদলের আহবায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে জিইসি মোড় গরিব উল্লাহ শাহ মাজার এলাকায় যুবদলের মিছিল, পাহাড়তলী ডি‌টি রো‌ড়ে মহানগর যুবদলের সহ সম্পাদক তানভীর ম‌ল্লিক ও ফখরুল ইসলাম রাজুর নেতৃ‌ত্বে বিক্ষোভ মিছিল, মহানগর ম‌হিলা দ‌লের সা‌বেক প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটার নেতৃত্বে নগরীর পোর্ট কা‌নেক‌টিং রোডে মহিলা দলের মিছিল, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলিফ উদ্দিন রুবেল, বশিরুল ইসলাম পলাশ, এন মো. রিমন, দেলোয়ার হোসেন ও শাহরিয়ার আহমেদের নেতৃত্বে কদমতলী বায়তুশ শরফ এলাকায় মিছিল, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে লালখান বাজার ও ওয়াসা মোড় এলাকায় বিক্ষোভ মিছিল, দক্ষিণ জেলা যুবদলের সি. যুগ্ম সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির নেতৃত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল, বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মো. মুছার নেতৃত্বে কালামিয়া বাজার এলাকায় থানা ও পূর্ব বাকলিয়া ওয়ার্ড যুবদলের মিছিল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সাহেদের নেতৃত্বে কাতালগঞ্জ থেকে চকবাজার অলি খাঁ মোড় এলাকায় ছাত্রদলের মিছিল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হক বাপ্পি, মহররম আলী ও পাহাড়তলী থানা ছাত্রদলের আহবায়ক হাসান মো. ওয়ালিদ আবিরের নেতৃত্বে পাহাড়তলী ডিটি রোড বার কোয়াটার এলাকায় ছাত্রদলের মিছিল, অক্সিজেন কুয়াইশ রোডে বায়েজিদ থানা মহিলা দলের মিছিল অনুষ্ঠিত হয়।