ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম জেলা ক্রিড়া সংস্থার নির্বাচন সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম :

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির নির্বাচন শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে সাড়ে ১২টা পর্যন্ত । এরপর শুরু হয় গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত

নির্বাচনে গুরুত্বপূর্ণ অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে সাহাবুদ্দিন শামীম ও মশিউর রহমান চৌধুরী সমান ভোট পেয়েছেন। নির্বাচন কমিশনার জানান, দুই প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। এদিকে নির্বাচন উপলক্ষে ব্যানার, ফেস্টুন আর প্লেকার্ডে ভরে গেছে স্টেডিয়াম এলাকা।

নির্বাচন কমিশনার তানভীর আল নাসিফ জানান, সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিতে চাই। ভোটের বুথে সব ধরনের মোবাইল কিংবা ইলেক্ট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। ২৫২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

জানা গেছে, মোট ২৩টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭ জন। গত দুই নির্বাচনের মত এবারেও বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনবারের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

ভোটে লড়েছেন ৪৭ জন প্রার্থী। সহ-সভাপতির ৪টি পদের জন্য ৯ জন। তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, তাহের উল আলম চৌধুরী স্বপন, মকসুদুর রহমান বুলবুল, মফিজুর রহমান, এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, শাহজাদা আলম, সৈয়দ আবুল বশর এবং মো. হাফিজুর রহমান।

 

অতিরিক্ত সাধারণ সম্পাদকের একটি পদের জন্য প্রার্থী রয়েছেন তিনজন। তারা হলেন- এস এম শহীদুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী এবং সৈয়দ সাহাবুদ্দিন শামীম। যুগ্ম সম্পাদকের দুটি পদের জন্য প্রার্থী তিনজন। তারা হলেন- অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মোহাম্মদ আমিনুল ইসলাম এবং মোহাম্মদ সরোয়ার আলম চৌধুরী মনি। কোষাধ্যক্ষ একটি পদে প্রার্থী দুজন। তারা হলেন- আ ন ম ওয়াহিদ দুলাল এবং শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।

নির্বাহী সদস্যের ১৩টি পদের জন্য প্রার্থী রয়েছেন ২৭ জন। তারা হলেন- প্রবীণ কুমার ঘোষ, সাইফুল আলম খান, সৈয়দ মোহাম্মদ তানসীর, এ এস এম ইকবাল মোরশেদ, আখতারুজ্জামান, আলমগীর পারভেজ, মোহাম্মদ দিদারুল আলম, অনুপ বিশ্বাস, হারুন আল রশিদ, এ এস এম সাইফুদ্দিন চৌধুরী, সাহেলা আবেদীন রীমা, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, শওকত হোসাইন, রাশেদুর রহমান মিলন, নাসির মিয়া, রায়হান উদ্দিন রুবেল, জহির আহমেদ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মো. মুজিবুর রহমান, এ কে এম আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দিন হাসান, কল্লোল দাশ, দিদারুল আলম মাসুম, সুমন দে, এনামুল হক, হাসান মুরাদ বিপ্লব।

 

শেষ খবর পাওয়া পর্যন্ত কোষাধ্যক্ষ পদে শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর নির্বাচিত হয়েছেন। আর নির্বাহী সদস্য পদে ৭জনের জয়ী হবার খবর পাওয়া গেছে।

এই সংস্থার সভাপতি হিসেবে পদাধিকার বলে চট্রগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান রয়েছেন।