ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেসবুকে ইনঅ্যাকটিভ বন্ধুদের আনফ্রেন্ড করুন সহজেই

তথ্য ও প্রযুক্তি ডেস্ক :

বিশ্বের অন্যতম জনপ্রিয় টেক জায়ান্ট মেটা। যার অধীনে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মত জনপ্রিয় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই আছে ফেসবুকের ব্যবহারকারী।

যারা ফেসবুক আইডিতে একেবারে ইনঅ্যাকটিভ বা যাদের আইডি ডিঅ্যাকটিভ বহুদিন থেকে তাদেরকে খুব সহজেই বের করে আনফ্রেন্ড করে দিতে পারবেন।ফেসবুকে বন্ধু তালিকায় সীমাবন্ধতা রয়েছে। তবে এমন অনেক বন্ধুরা আপনার তালিকায় রয়ে গেছেন যাদের আপনি চেনেন না কিংবা তারা সেই অ্যাকাউন্ট আর ব্যবহার করছেন না বহুদিন। সেসব অপ্রয়োজনীয় অ্যাকাউন্টগুলোকে আনফ্রেন্ড করে নতুনদের বন্ধু বানাতে পারেন।

 

দেখে নিন খুব সহজেই কীভাবে আন‌অ্যাকটিভ, ডিঅ্যাকটিভেটেড সব ফেসবুক ফ্রেন্ডকে মার্ক করে আনফ্রেন্ড বা আনফলো করতে পারবেন-
>> প্রথমেই আপনার ফোনে ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করুন।
>> এবার আপনার ফ্রেন্ডলিস্টে যান।
>> সি অল ফ্রেন্ডস অপশনে ক্লিক করুন।
>> এরপর পাবেন ম্যানেজ অপশন, সেটিতে ক্লিক করে এগিয়ে যান।
>> লিস্ট ইন্টারেকটেড উইথ অপশনে ক্লিক করুন।
৫. এখানে যাদের নাম আসবে তারা গত ৩ মাসে সবচেয়ে কম লাইক কমেন্ট করেছে বা ইনবক্সে ম্যাসেজ দিয়েছে, আপনিও তাদের পোস্টে কম লাইক কমেন্ট করেছেন।
৬. এখন যাদেরকে আপনি আনফ্রেন্ড করতে চান তাদের নামের পাশে আনফ্রেন্ড অপশনে ক্লিক করে আনফ্রেন্ড করতে পারেন।

সিএ্নএন বাংলা২৪