ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে পুনাকের চিকিৎসা সহায়তা ও শিক্ষাবৃত্তি বিতরণ

চট্টগ্রাম ব্যুরো :

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিএমপি, চট্টগ্রাম-এর উদ্যোগে চিকিৎসা সহায়তা ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান ২১নভেম্বর নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইনের পুনাক ভবনে সম্পন্ন হয়েছে।এসময় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র আয়োজনে সিএমপি পুনাক কল্যাণ ফান্ড থেকে বিশেষ চিকিৎসা সহায়তা ও শিক্ষাবৃত্তি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, সিএমপির সভানেত্রী মিসেস রীতা দাস। এতে বলা হয়, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিএমপি, চট্টগ্রাম সবসময় জনকল্যাণমুখী, সেবামূলক কর্মকাণ্ড করে আসছে। অনুষ্ঠানে বিগত দিনের ধারাবাহিকতায় পুলিশ সদস্য ও তাদের পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা ও শিক্ষাবৃত্তি বিতরণ করলেন সভানেত্রী রীতা।

এসময় সেখানে সিএমপির উপ-পুলিশ কমিশনার সদর আব্দুল ওয়ারিশ ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ পুনাক সিএমপির নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।