ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে যাত্রীবাহী লেগুনা খাদে, আহত ১২ ছাত্রী

সীতাকুণ্ড সংবাদদাতা :

সীতাকুণ্ডে যাত্রীবাহী একটি লেগুনা খাদে পড়ে ১২ ছাত্রী আহত হয়েছে। আহত সবাই ছোট দারোগারহাট তাহের মঞ্জুর কলেজের ছাত্রী। সোমবার (১৩ নভেম্বর) দুপুর ৩ টার দিকে উপজেলার পৌরসভার শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ছাত্রীদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর আনুমানিক ৩টার দিকে বড়দারোগারহাট থেকে ছেড়ে আসা একটি লেগুনা পরিবহনকে একইমুখী অপর একটি দ্রুতগামী বাস পাশ থেকে ধাক্কা দিয়ে চলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে লেগুনায় থাকা ছোটদারোগারহাট তাহের মঞ্জু কলেজের ১২ ছাত্রী আহত হয়।

 

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, ‘দুর্ঘটনায় আহত ১২ ছাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারমধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।’