ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

মাহমুদুল্লাহ রিয়াদ,ময়মনসিংহ :

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

 

জানা যায়,নেত্রকোনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি ময়মনসিংহের দিকে যাচ্ছিল।বেলা সাড়ে ১২টার দিকে কাশিগঞ্জ বাজার এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। জানা যায়, উদ্ধার হওয়া মরদেহ শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।

 

এবিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়ার পর স্বজন্দের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।