ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

লালদিঘীর ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ সফল করুন : অধ্যক্ষ তৈয়ব আলী

আবদুল হাকিম রানা,পটিয়া :

 

চট্টগ্রামের লালদিঘীর ময়দানে আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত মহা সমাবেশ সফলে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাথে সমাবেশ প্রস্তুতি কমিটির সভা অনুষ্টিত হয়। পটিয়া দলীয় কার্যালয়ে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ফেরদৌসুল আলম খান আলকাদেরী এর সভাপতিত্বে যৌথ মতবিনিময় সভা অনুষ্টিত হয় ।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য জননেতা অধ্যক্ষ মাওলানা তৈয়্যব আলী,বিশেষ অতিথি প্রেসিডিয়াম সদস্য জননেতা এম. সোলায়মান ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সকল দলের অংশ গ্রহন মূলক গ্রহণযোগ্য নির্বাচন ও স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্টার দাবি নিয়ে নিয়ে ২৫ নভেম্বর লালদিঘীর ময়দানে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার মহাসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বীর চট্রলার সর্বস্তরের মানুষকে তিনি ২৫ নভেম্বর লালদিঘীর ময়দানে মহাসমাবেশকে সফল করে তোলার আহবান জানান।

 

প্রধান বক্তা তার বক্তব্যে মহাসমাবেশ সফলকল্পে উপস্থিত নেতা কর্মীর বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক জনাব হাজী আলী হোসেন এর পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,দক্ষিণ জেলা মনিটরিং সেল এর প্রধান জননেতা জনাব এম এ রহিম,অধ্যাপক আবুল মনছুর দৌলতী, এম. মহিউল আলম চৌধুরী, কাজ্বী হাফেজ আহমদ আলকাদেরী,যুবসেনা কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক এমরানুল ইসলাম জাবেদ, ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন আহমদ সোহরাওয়ার্দী, হাফেজ মনজুরুল করীম রেফায়ী, মাওলানা আমান উল্লাহ সমরকান্দী, মাওলানা ফয়েজ উল্লাহ খতিবী, এম. বেলাল উদ্দিন আলমদার, মাওলানা মুক্তার হোসেন শিবলী,মাষ্টার মুহাম্মদ কমরুদ্দীন,জসীম উদ্দীন তৈয়্যবী, যুবনেতা মামুন সিদ্দীকি,ছাত্রনেতা নূর উদ্দীসহ থানা জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সিএনএন বাংলা২৪