ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাশ্মীরে হ্রদে আগুনে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক বাংলা ডেস্ক :

ভারতের কাশ্মীরের শ্রীনগর জেলার ডাল লেকে (হ্রদ) থাকা কয়েকটি হাউজবোটে আগুনের ঘটনা ঘটেছে। এতে তিন বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন। শনিবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, লেকে থাকা কয়েকটি হাউজবোটে সকালে আগুন লাগে। সবগুলো বোটই আগুনে পুড়ে গেছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আগুনের ঘটনার কয়েক ঘণ্টা পর সাফিনা নামে একটি হাউজবোট থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা সবাই বাংলাদেশি।

 

এ তথ্য ছাড়া নিহতদের ব্যাপারে আর কোনো তথ্য দেওয়া হয়নি। নিহতদের নামও প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউজবোটে প্রথমে আগুন লাগে। বাতাসের তোড়ে অন্যান্য হাউজবোটেও আগুনের সূত্রপাত হয়। অন্তত পাঁচটি হাউজবোট পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকটি বোট ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।কীভাবে হাউজবোটগুলোতে আগুন লেগেছে, নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতদের পরিচয়ও আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে প্রকাশ করা হয়নি।

সিএনএন বাংলা২৪