টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ স্থলবন্দর কাস্টমস গত জুন মাসে আমদানী খাতে ৩৪৯ টি বিল অব এন্ট্রির বিপরীতে ৫২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকার রাজস্ব আদায় করেছে।
যা লক্ষ্য মাত্রার চেয়ে ১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা বেশী। সরকারি লক্ষ্য মাত্রা হচ্ছে ৫১ কোটি টাকা। অপর দিকে রপ্তানী খাতে ১৩২টি বিল অব এন্ট্রির বিপরীতে ৮ কোটি ২৭ লাখ টাকার রাজস্ব আদায় করেছে। যা জমা হবে রেমিট্যান্স আকারে। এ সংকট কেটে গেলে রাজস্ব দ্বিগুণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈরী আবহাওয়া ও ডলার সংকটের কারনে রাজস্ব উঠা নামা হচ্ছে বলে কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন জানান।
নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪: