ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের ৩ কোটি ৮৭ লক্ষ টাকার বাজেট ঘোষণা

মুহাম্মদ হেলালউদ্দিন, চকরিয়া

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান হেলাল উদ্দীন ২০২৩-২০২৪ অর্থ বছরেরর ৩ কোটি ৮৭ লক্ষ ১ হাজার ৩শ’ টাকার বাজেট পেশ করেছেন।

ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবিরের পরিচালনায় উম্মুক্ত বাজেট পেশ অনুষ্ঠানে আলাচনায় অংশ নেন প্যানেল চেয়ারম্যান আবদুল হক মানিক, ইউপি সদস্য জমির উদ্দীন, মহিউদ্দীন মহি, তৌহিদুল ইসলাম তুহিন, নুর মোহাম্মদ, সাজেদা বেগম, রোজিনা আকতার, মুর্শিদা বেগমসহ বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ধর্মীয় পুরোহিত প্রমুখ।

সভায় আগামী এক বছরের জন্য ঘোষিত বাজেটে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা ও রাস্তাঘাট, কালভার্ট ইত্যাদির উন্নয়ন করা হবে বলে জানানো হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪