ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এলাকাবাসী-শিক্ষার্থী সংঘর্ষে ড্যাফোডিল ক্যাম্পাস এলাকা রণক্ষেত্র

বিশেষ প্রতিবেদক, ঢাকা :

সাভারের আশুলিয়ায় এলাকাবাসীর হামলায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অন্তত ৩ শিক্ষার্থী আহত হয়েছেন। ড্যাফোডিল ক্যাম্পাস সংলগ্ন চানগাও এলাকাবাসী এ হামলা চালায়। আহত শিক্ষার্থীদের একজনকে সাভারের এনাম মেডিক্যালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের বিশ্ববিদ্যালয়টির মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার (৫ নভেম্বর) বিকেলে ড্যাফোডিল ক্যাম্পাসের একাডেমিক ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থী ও এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে ড্যাফোডিল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ক্যাম্পাসের একাডেমিক ভবনে ভাঙচুরের ঘটনাও ঘটে।

 

স্থানীয় ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, সম্প্রতি স্থানীয় কয়েক যুবকের মারধরে নিহত হন বিশ্ববিদ্যালয়টির বস্ত্র প্রকৌশল বিভাগের (৪র্থ বর্ষ) শিক্ষার্থী মো. হাসিবুল ইসলাম ওরফে অন্তর (২২)। রোববার বিকেলে ওই শিক্ষার্থী হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে ক্যাম্পাস সংলগ্ন সড়কে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা চানগাঁও এলাকার দোকানগুলো বন্ধ করে দেন। এতে দোকানদাররা ক্ষুব্ধ হন। এ ছাড়া শিক্ষার্থীরা সড়কও বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হন এলাকাবাসী। শিক্ষার্থীরা এসময় তাদের দাবী দাওয়া নিয়ে ক্যাম্পাসের মাঠে মিলিত হন। উপাচার্যের কাছে ড্যাফোডিলসহ একই এলাকার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি পুলিশ বক্স স্থাপনের দাবি জানান। উপাচার্য শিক্ষার্থীদের দাবী পূরণের আশ্বাস দেন।

 

ওই সময় শিক্ষার্থীরা খবর পান এলাকাবাসী লোক জড়ো করে ক্যাম্পাসের ইউনুস খান স্কলার গার্ডেন-১ হলের পাশে অবস্থান নিয়েছে। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ক্যাম্পাসের সামনের সড়কে গিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। শিক্ষার্থীরা বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে। কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয়। এসময় স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে সবাইকে জড়ো হতে বলেন। পরে উভয় দলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়া এলাকাবাসীরা লাঠিসোটা নিয়ে হল সংলগ্ন ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সের জানালার কাঁচ ভাঙচুর করে। ইটপাটকেলের আঘাতে ২-৩ জন শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে মাথায় আঘাত পাওয়া এক শিক্ষার্থীকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। বাকিদের বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।
চানগাও মোল্লা মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি শাহরিয়ার সুমন বলেন, বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আকরান এলাকার লোকজনের সঙ্গে গত কয়েকদিন ধরে সমস্যা চলছিলো। আমাদের সঙ্গে কোন সমস্যা ছিলো না। কিন্তু গত ২-৩ দিন ধরে শিক্ষার্থীরা আমাদের দোকানগুলো বন্ধ করে দিচ্ছে। শনিবার ওরাই আবার খুলতে বলে। রোববার আবার বন্ধ করতে বলে। আমরা দোকান বন্ধ করি। সন্ধ্যার পর হঠাৎ করে শিক্ষার্থীরা মার্কেটের ৭০টা দোকান ভাঙচুর করে লুটপাট করে। দোকানে আগুন দেওয়ার ৩ থেকে ৪টি দোকান পুড়ে গেছে।

 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারি অধ্যাপক এজাজ উর রহমান বলেন, আমাদের ২-৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রোববার রাতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইটপাটকেলের আঘাতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। উভয় পক্ষের সঙ্গে কথা বলে তদন্ত করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।