সিএনসএন বাংলা২৪,ডেস্ক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম এ হালিম সিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি টানা তৃতীয় বারের মতো তিনি মেয়র নির্বাচিত হলেন।
গতকাল বুধবার (২১ জুন) রাতে উপজেলার এস এম মাজহারুল হক অডিটোরিয়ামে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।
ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী প্রার্থী এম এ হালিম সিকদার নৌকা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তানভীর পেয়েছেন ২ হাজার ৯৯৩ ভোট। হালিম সিকদার তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে ১২ হাজার ১৫২ ভোট বেশি পেয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপালদী পৌরসাভার ভোটগ্রহণ করেন নির্বাচন কমিশন। পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে ৪টি অস্থায়ী কক্ষসহ মোট ৯২ কক্ষে ভোটররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোপালদী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩২ হাজার ৬০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬৫৭ নারী ভোটার ১৫ হাজার ৯৫০।
এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪