ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৮১ রানে অলআউট বাংলাদেশ

ক্রিড়াবাংলা :

টস জিতে ব্যাটিং নেয়াটাই যেন হিতে বিপরীত হয়ে দাঁড়ালো। নিগার সুলতানা জ্যোতিরা পাকিস্তানি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। টেনেটুনে পার করতে পারেনি ১০০ রানও। তার আগেই পাকিস্তানি বোলারদের তোপে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৪ নভেম্বর) টস জিতে ব্যাটিং করতে নেমে ৩১.৫ ওভারে মাত্র ৮১ রানে অলআউট হয় বাংলাদেশ।

 

 

 

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয় ধীরগতির। অষ্টম ওভারে মাত্র ১৪ রান তুলতেই প্রথম উইকেট হারায় স্বাগতিক শিবির। এরপর শুরু হয় আসা যাওয়ার মিছিল।এই মিছিল থামে ১০০ রানের আগেই কোনো ব্যাটার দায়িত্ব নিয়ে জুটি গড়তে পারেননি।
সর্বোচ্চ ১৮ রান আসে ফাহিমা খাতুনের ব্যাট থেকে। রিতু মণি ১৪ ও অধিনায়ক জ্যোতি করেন ১৩ রান। আর কোনো ব্যাটার দুই অংকের মুখ দেখেননি। একমাত্র ব্যাটার হিসেবে শুন্য রানে ফেরেন তিনে নামা সোবহানা মোস্তারি। পাকিস্তানের হয়ে স্পিনার সাদিয়া ইকবাল ৯ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ৪ উইকেট। ৩টি করে উইকেট নেন উম্মে হানি ও নিদা দার।

 

সিএনএন বাংলা২৪