বার্তা পরিবেশক :
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা,গাড়ি ভাঙচুর, প্রবীণ সাংবাদিক রফিক ভূঁইয়া হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও এসব নারকীয় ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কক্সবাজার জেলা প্রেসক্লাব।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় এই দাবি জানানো হয়।
প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রূপালী সৈকতের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১১ ডিসেম্বর কক্সবাজারে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন, শীতকালীন পারিবারিক পিকনিক আয়োজন, সাংবাদিকদের জন্য কল্যাণ ফাণ্ড গঠনসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কক্সবাজার জেলা প্রেসক্লাবের কার্যালয়ে সাংগঠনিক সম্পাদক ও সিএনএন বাংলা-র সম্পাদক তৌহিদ বেলাল’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, আজীবন সদস্য ও দৈনিক রূপালী সৈকতের উপদেষ্টা সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সহসভাপতি, ডেইলি ইন্ডাস্ট্রি প্রতিনিধি এইচএম ফরিদুল আলম শাহীন, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ, যুগ্ম সম্পাদক ও দেশ টিভির প্রতিনিধি আবছার কবির আকাশ, সহসম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি মোহাম্মদ আমিন উল্লাহ, অর্থ সম্পাদক ও দৈনিক গণসংযোগের পরিচালনা সম্পাদক জাহেদ হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক স ম ইকবাল বাহার চৌধুরী, দপ্তর সম্পাদক মুহাম্মদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম শ্রাবণ, পাঠাগার সম্পাদক রমজান আলী সিকদার, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক প্রলয় প্রতিনিধি ইয়াছমিন মুন্নী, নির্বাহী সদস্য মাহবুব আলম মিনার।
সভার শুরুতে কুরআন তেলাওয়াত ও মরহুম সাংবাদিক রফিক ভূঁইয়া স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
পরে কেক কেটে ও ফুল দিয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীনের জন্মদিন পালন করা হয়।