ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

তালতলী উপজেলা ছাত্রলীগনেতা রইসুজ্জামান রাসেল এর প্রতিবাদ মিছিল

হায়দার হাওলাদার ,তালতলী :

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে তালতলী উপজেলার ছাত্রলীগের সহ-সম্পাদক রইসুজ্জামান রসেল এর নেতৃত্বে প্রতিবাদি মিছিল করা হয়েছে। রবিবার (২৯শে অক্টোবর) সকাল ১০ টায় তালতলীর বাজার থেকে একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সংক্ষিপ্ত করে । এ সময় মিছিলে উপস্থিত তালতলী উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন জাহিদুল ইসলাম ,আরিফুজ্জামান আরিফ, তালতলী সরকারি কলেজ ছাত্রনেতা রায়হান ইসলাম নয়ন।এ সময়ে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীরা।

 

এসময় রইসুজ্জামান রাসেল বলেন, বিএনপি-জামায়াত সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়। তাদের সে সুযোগ দেওয়া হবে না।আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে।

 

বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। বিএনপিকে রাজপথেই মোকাবিলা করা হবে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।