ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গল রেল স্টেশনে নাশকতার আশঙ্কায় ২৪ আনসার মোতায়েন

সালেহ আহমদ স’লিপক, সিলেট:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থতি নিয়ন্ত্রন, জনসাধারণের জান-মালের নিরাপত্তা রক্ষা ও শ্রীমঙ্গল রেল স্টেশনে নাশকতার আশঙ্কায় কড়া নিরাপত্তায় অবস্থান নিয়েছে ২৪ আনসার ব্যাটালিয়ন বাহিনী। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানেও টহল দিয়েছে তারা।রবিবার (২৯ অক্টোবর) বিএনপি-জামায়াতের ডাকা হরতালে সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ ও সাধারণ জনগনের জান-মালের নিরাপত্তা হিসাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

অধিনায়ক (পরিচালক) ২৪ আনসার ব্যাটালিয়ন, কালাপুর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও রেঞ্জ কমান্ডার (অতিরিক্ত দায়িত্ব), আনসার ও ভিডিপি, সিলেট রেঞ্জ, সিলেট, মুহাম্মদ মেহেদী হাসান বিএএম, পিএএমএস এর সার্বিক তত্ত্বাবধানে ইসমাইল হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট ও কোম্পানী কমান্ডারের নেতৃত্বে ১ (এক) প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য ও ৫নং কালাপুর ইউনিয়নের আনসার ও ভিডিপির দলনেতা মনছুর আহমদ টহল দিয়েছেন। যাত্রীদের নিরাপত্তা ও ট্রেনে নিরাপদে উঠার জন্য সহযোগীতা করছেন তারা। গতকাল কুলাউড়া রেলওয়ে জংশনে সন্ত্রাসী কর্তৃক অগ্নিসংযোগের কারণে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নিরাপত্তা ব্যবস্থায় ২৪ আনসার ব্যাটালিয়ন কালাপুর সতর্ক অবস্থানে নিয়েছে।

 

 

সিএনএনবাংলা২৪