ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

হোসেন বাবলা, চট্টগ্রাম :

ঢাকায় পেশাগত দায়িত্বে পালনকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ২৯ অক্টোবর, রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

এসময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আলী আব্বাস, সিইউজের নেতা মোঃ শামসুল হক, রিয়াজ হায়দার চৌধুরী, সদস্য মোঃ রুবেল খান, শহিদুল ইসলাম, আনিসুজ্জামান দুলাল।এতে বক্তারা বলেন, গণমাধ্যমের সদস্যরা নিরপেক্ষ দায়িত্ব পালনে সবার সহযোগিতা এবং রাজনৈতিক দল ও প্রসাশনকে মিডিয়ার প্রতি সদয় আচরণ কাম্য। তারা সঠিক তথ্যসূত্র দিয়ে সংবাদ সংগ্রহ করেন। সঠিক সংবাদ গণমানুষের নিকট পৌঁছাতে সর্বাত্মক সহায়তা প্রদান করার বিশেষ অনুরোধ জানিয়েছেন তারা।

 

এসময় গণমাধ্যম নেতারা হামলায় দোষী ব্যক্তিদের কঠোর আইনী ব্যবস্থায় জোর শাস্তির দাবি জানান।