নিজস্ব সংবাদদাতা, খুলনা :
খুলনায় বিএনপির আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত তিন দিনে খুলনায় মোট ৮০ জনকে গ্রেপ্তার করা হলো।
বিএনপি নেতারা জানান, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত থেকে শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর ২৪নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কালু মোল্লা, বিএনপি নেতা শামীম আহসান, তারিক মোস্তফা, খালিশপুরের যুবদল নেতা নাজমুল হোসেন বাবু, মামুন হোসেন, কৃষকদল নেতা মো. সেলিম, দৌলতপুরের বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, আহাদুল হক টুটুল, আকরাম হোসেন, লবণচরা থানা যুবদল নেতা রেজাউল ইসলাম, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সোহাগ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন যুবদল নেতা মইনুল ইসলাম মইন, ২২নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. মিন্টু কাজী ও ৩১নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফরিদ হাসান গাজীসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জেলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিল্টন সিএনএন বাংলা২৪কে জানান, গত তিন দিনে খুলনা থেকে বিএনপির ৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবারের (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশকে বিফল করতেই পুলিশ নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।
তবে পুলিশ বলছে, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে।