ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকারে গিয়ে আটক ৫ জেলে

হানিফ সাকিব, হাতিয়া

 

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া বুড়িরচর ইউনিয়নের দানারদোল মৎস্য ঘাট এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ শিকারে যাওয়ায় ৫ জেলেকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা মৎস্য বিভাগ ও নলচিরা নৌ-পুলিশের যৌথ অভিযানে দানারদোল ঘাট এলাকার মেঘনা থেকে ৫ জেলেকে আটক করা হয়।

 

আটককৃত জেলেরা হলেন, উপজেলার জাহাজমারা ৬ নং ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে আব্দুর রহিম (১৮), একই ইউনিয়নের আবুল কালামের ছেলে আল-আমিন (১৩), কাইয়ুমের ছেলে ইউছুফ (১৭), চরইয়ারের আজিজের ছেলে ফাহাদ (১২), চর লটিয়ার মনিরের ছেলে আরমান (১৪)।

 

এদিকে চলমান মা ইলিশ সংরক্ষণ আইন অমান্য করে রাতের আঁধারে মেঘনায় মাছ ধরতে যাওয়ায় অভিযান পরিচালনাকারী টীম ইঞ্জিন চালিত একটি ফাইতান বোট ও ২০০ মিটারের মতো জাল জব্দ করে।

 

পরে তা ¯স্থানীয় একজনের জিম্মায় রাখা হয় বলে জানান উপজেলা মৎস্য অফিস। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো.আশারুল ইসলাম জানান, আটককৃত জেলেরা বর্তমানে হাতিয়া থানা হেফাজতে আছে। শুক্রবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসলে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪