ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেক ,ঢাকা:

একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হয়েছে রোববার (২২ অক্টোবর) বিকেল ৪টায়। এটি চলতি একাদশ সংসদের ২০২৩ সালের ৫ম অধিবেশন। এই অধিবেশনটি হবে একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন। রোববার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

 

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সেই অনুযায়ী বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদপূর্ণ হওয়ার আগের ৯০ দিন শুরু হবে ১ নভেম্বর। ওইদিন থেকে জাতীয় নির্বাচনের সময় গণনা ও নির্বাচনী কার্যক্রম শুরু হবে। এই নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর সাধারণত সংসদের কোনো অধিবেশন আহ্বান করা হয় না