এসএম জুবাইদ, পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ার বিভিন্ন মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন করেছেন চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্য জাফর আলম, জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান ও পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।
শুক্রবার (২০ অক্টোবর) রাত ৮ টায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের প্রথম দিনে তাঁরা পেকুয়াতে পৌঁছে প্রথমে পেকুয়ার সর্বজনীন কেন্দ্রীয় মন্দিরে গেলে মন্দিরের পুরোহিত ও হিন্দু নেতারা তাঁদেরকে স্বাগত জানান। তাঁরা ধর্মীয় নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। তাঁরাও হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং তাদের সার্বিক মঙ্গল কামনা করেন। বেশ কিছু সময় ভক্ত-পূজারিদের সঙ্গে নিয়ে পূজার কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক আবুল কাসেম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে পূজামন্ডপের আইন-শৃঙ্খলা বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন। এছাড়াও পূজা মন্ডপ এরিয়া সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার নির্দেশ দেন।