ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনার টেবুনিয়া ইউনি ব্লক রাস্তার উদ্ধোধন

মাসুদ রানা,পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়ায় একটি ইউনি ব্লক রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০৪ মে ) দুপুরে পাবনা মালিগাছার টেবুনিয়া আর এইচ ডি হইতে লাভলুর বাড়ি পর্যন্ত ইউনি ব্লক রাস্তার কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

উদ্বোধন কালে এমপি প্রিন্স বলেন, দেশের প্রতিটা আঞ্চলিক সড়ক ব্যাপক উন্নয়ন করছে বর্তমান সরকার। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নত হচ্ছে যার সুফল ভোগ করছে সাধারণ মানুষ। ফলে অর্থনীতি ভাবে লাভবান হচ্ছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম অঞ্চলের প্রতিটা রাস্তা আরো উন্নত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের প্রচার সম্পাদক সরদার মিঠু আহামেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পৌর আওয়ামী লীগ নেতা ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি, সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হীরক হোসেন, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আহমদ শরীফ ডাবলু, মালিগাছা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।