ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল

সিএনএন বাংলা ডেস্ক :

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের ৪ সদস্যের একটি প্রতিনিধিদল।

 

কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক মো: আমির জাফর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ক্যাম্প পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯ জুলাই পরিদর্শন করেন।

ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ের মন্ত্রী কাউন্সিলর মাউরিজিও সিয়ান এর নেতৃত্বে চার সদস্যের ঐ প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের সদস্যরা ক্যাম্পের বিভিন্ন ব্লকের ওয়াটার সাপ্লাই, বর্জ্য অপসারণ, শৌচাগার বহুমুখি শিশু ও কিশোর কেন্দ্রসহ লার্নিং সেন্টারের চলমান কার্যক্রম পরিদর্শন করেন।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪