ই-পেপার | বুধবার , ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়ি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ সম্পন্ন

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :

 

বর্নাঢ্য আয়োজনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজি এমএ কালাম সরকারী কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নতুন ভর্তিকৃত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

রবিবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক আবুল কাশেম মো: ফজলুল হক।

 

তিনি বলেন, সীমান্ত শহর নাইক্ষ্যংছড়ি উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হাজি এমএ কালাম সরকারী কলেজ। প্রতিষ্ঠানটি এলাকার স্বপ্নের বাতিঘর। যারা আজ নবীন তারা ভবিষ্যতের কর্ণধার। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। চরিত্র হবে তাদের প্রধান ভূষণ।

 

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা অধ্যবসায়ী হলে তাদের সফলতা আসবেই। তাই তাদেরকে নিয়মিত কলেজে উপস্থিত থাকা চাই। পড়ার টেবিলে সময় দিতে হবে। অধ্যাপক শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ ইকবাল।

 

বক্তব্য রাখেন কলেজের শিক্ষক অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, অধ্যাপক হাসান আহমদ সোবহানী, অধাপক শফিউল আলম, অধ্যাপক জাহান আরা বেগম লাকী।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি মোহাম্মদ সেলিম ও ইফতেখারুল আবরার। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের অধ্যাপক শাহ আলম। কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে ৫ শতাধিক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হয়। যারা অনুষ্ঠানে অংশ নেন।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট