রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাতের আঁধারে সংখ্যালঘুদের বাড়িঘর দখল ও জমিতে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রাতে রূপগঞ্জ ইউনিয়নের বাঘবের দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ভুক্তভোগী শ্রীকান্ত সরকার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীকান্ত দাস তার অভিযোগে বলেন, পূর্বপুরুষ হতে প্রায় দেড়শ’ বছর যাবত এই জমিতে আমরা বাড়িঘর করে ভোগদখল করে আছি। কিছুদিন যাবত স্থানীয় ভূমিদস্যু আরিফ ও তার কিছু লোকজন এসে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছিল। গতকাল রাতের আঁধারে বাড়িভিটায় ঢুকে বাউন্ডারি করে দখলের চেষ্টা করেছে। পরে থানার স্মরণাপন্ন হলে ইট, বালি রেখে চলে যায়।
পুলিশের নারায়ণগঞ্জ (গ) সার্কেলের এএসপি আবির হোসেন বলেন, এমন একটি ঘটনা ঘটেছিল বিষয়টি শুনতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সকল প্রকার কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, যেহেতু এই জমি নিয়ে কোর্টে মামলা চলমান, তাই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো কর্মকান্ড করা যাবে না।