ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ইয়াবা ও অস্ত্র উদ্ধার,সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ;কক্সবাজার :

 

কক্সবাজার টেকনাফের উলুচামারি দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী রবিউল আলম ওরফে কাইলা রবি কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ ।

 

গোপন সংবাদের ভিত্তিতে, র‌্যাব মঙ্গলবার (৩ অক্টোবর) ৫ টা ৫ মিনিটে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উলুচামারি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা, সিলিংসহ ১টি লম্বা একনলা বন্দুক, ১টি শর্টগানের কালো রংয়ের কার্তুজ,২টি শর্টগানের খালি খোসা, ২ রাউন্ড গুলি, ১টি এন্ড্রয়েড ফোন এবং ২টি সীম উদ্ধার করা হয়েছে ।

 

র‌্যাব জানায়, এসময় মাদক কারবারী রবিউল আলম কাইলা রবিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল আলম (৩৫), হ্নীলা ইউনিয়নের আব্দুস শুক্কুর ছেলে ।

 

র‌্যাব জানায় , উদ্ধারকৃত আলামতসহ ধৃতদের আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪