ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

২০০ কোটি টাকার অবৈধ পণ্য আটক বিজিবি’র

নিজস্ব প্রতিবেদক:

গত জুন মাসে সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮৪ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার টাকার অবৈধ পণ্য, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

উদ্ধারকৃত অবৈধ পণ্যের মধ্যে আছে বিপুল পরিমাণ সোনা, রূপা, প্রসাধনী সামগ্রী, ইমিটেশন গয়না, শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, শার্টপিস, চাদর, কম্বল, তৈরি পোশাক, কাঠ, চা পাতা, কয়লা, কারেন্ট জাল, কষ্টি পাথরের মূর্তি, কচ্ছপের হাড়, গ্যামাক্সিন পাউডার, ট্রাক, পিকআপ, ট্রাক্টর, ট্রলি বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, ইজিবাইক ও মোটরসাইকেল। এছাড়াও একটি মর্টার শেল, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি ও ১০ কেজি বোমা তৈরি পাউডার উদ্ধার করতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

জুন মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস, হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, বিয়ার, গাঁজা, বিড়ি, সিগারেট, এলএসডি, নেশাজাতীয় ইনজেকশন, ট্যাবলেট, এ্যানেগ্রা, সেনেগ্রা, ইস্কাফ সিরাপ, এমকেডিল, কফিডিল ও বিভিন্ন ধরনের লক্ষাধিক পিস অবৈধ ওষুধ।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪