ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে ১ লাখ পিস ইয়াবা’সহ মহিলা মাদক কারবারী আটক

মোঃ আরাফাত সানি,টেকনাফ:

 

কক্সবাজারের টেকনাফে র‌্যাব ১৫ অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা’সহ ১ মহিলাকে আটক করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত আরো কয়েকজন’কে পলাতক আসামি করা হয়েছে বলে জানা গেছে।

 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সিঃ সহকারী পরিচালক অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক উপজেলার সাবরাং ইউনিয়নের লেজির পাড়া গ্রামের মৃত অলি আহম্মদের বসত বাড়ীতে কতিপয় মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য বাড়ীতে অবস্থান করেছে।

 

এমন তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর কালে একজন মহিলা মাদক কারবারি আটক করতে সক্ষম হয়।

 

তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির খাটের নিচে সাদা রঙের প্লাস্টিকের ব্যাগে রক্ষিত ১ লাখ পিস ইয়াবা’সহ হাফিজ উল্লার স্ত্রী রুজিনা আক্তার (৩০) আটক করা হয়।

 

তিনি আরও জানান, ধৃত মাদক কারবারি রুজিনা আক্তার’সহ পলাতক আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় লিখত এজাহার দাখিল করা হয়েছে

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪