ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন

শওকত আলম,কক্সবাজার:

এবছর ১২ জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকে বিজয় লাভ করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী মাবু। দীর্ঘ ৩ মাস পর অনুষ্ঠিত হয়েছে প্যানেল মেয়র নির্বাচন। সোমবার ১৮ সেপ্টেম্বর পৌর ভবনের কনফারেন্স হল রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এই নির্বাচনে প্রথম দুই বছর ছয় মাস প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন ১০ নং ওয়ার্ড়ের কাউন্সিলর সালাউদ্দিন সেতু, ০৬ নং ওয়ার্ড়ের কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু ও ৪,৫, ৬ নং ওয়ার্ড়ের মহিলা কাউন্সিলর ইয়াসমিন আকতার।

পরের আড়াই বছর প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন, ০৯ নং ওয়ার্ড়ের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির,১২ নং ওয়ার্ড়ের কাউন্সিলর এম,এ মনজুর ও ১,২,৩ ওয়ার্ড়ের মহিলা কাউন্সিলর শাহেনা আক্তার পাখি।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪