ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার সৈকতে বঙ্গবন্ধু বিচ ভলিবল কন্টিনেন্টাল কাপের উদ্বোধন

শওকত আলম, কক্সবাজার:

কক্সবাজার সমুদ্রসৈকতে বঙ্গবন্ধু এভিসি বিচ ভলিবল কন্টিনেন্টাল কাপ মেন্স অ্যান্ড উইমেন্স-২০২৩ এর বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে।

 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা (উত্তর) সিটি করপোরেশনের মেয়র, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও এশিয়ান ভলিবল ফেডারেশনের সদস্য আতিকুল ইসলাম।

 

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, কক্সবাজার-৩ (ঈদগাঁও-সদর-রামু) আসনের সংসদ সদস্য সায়মুম সরওয়ার কমল, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও শাহজালাল ইসলামি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ খসরু চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক শাহীন ইমরান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজল ইসলাম, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি আতিকুল ইসলাম বলেন, ‘দেশকে মাদকমুক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

বঙ্গবন্ধু AVC বিচ ভলিবল কন্টিনেন্টাল কাপ মেন্স অ্যান্ড উইমেন্স ২০২৩ এ বিভিন্ন দেশের নারী ও পুরুষ খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪