ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বিয়ের অনুষ্ঠান না করে এতিমখানায় খাওয়াবেন আলম

ইকরা তৌহিদ মিম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম শুক্রবার (২৫ আগস্ট) পারিবারিকভাবে বিয়ে করেন। কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’ চরিত্রের মাধ্যমে বেশ পরিচিতি লাভ করেছেন তিনি। এখন ‘হাবু ভাই’ নামেই বেশি পরিচিত।

 

বিয়ের দিনই তিনি জানিয়েছিলেন, ঢাকায় বড় করে রিসিপশন অনুষ্ঠান করবেন। কিন্তু সেটা আর হচ্ছে না। রিসিপশন অনুষ্ঠান না করে সেই টাকা এতিমখানায় খাওয়াতে চাইলেন এই অভিনেতা। স্ত্রীর তুলতুলের সম্মতিতেই এমন সিদ্ধান্ত নেন চাষী আলম।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে হাবু ভাই বলেন, ‘আমার অনেক শুভাকাঙ্ক্ষী। অনেক বন্ধুবান্ধব। তুলতুলের পরিবারেও অনেক মানুষ। আমি বড় করে অনুষ্ঠান করতে গেলে ইচ্ছাকৃতভাবে বা মনের অজান্তেই অনেকে হয়ত বাদ পড়তে পারেন। এই কারণে সেটা চাচ্ছি না। আমার রিসিপশনে যে টাকাটা খরচ হত সেটা আমি এতিমখানায় দিয়ে দেব। এখানে আমার বন্ধু-বান্ধবরা যদি মন খারাপ করে তাহলে কিছু করার নাই।’

 

তিনি বলেন, ‘আমি একবেলা খাওয়াতে রাজি না। খাওয়ালে ভালোভাবে খাওয়াবো। একটা এতিমখানায় তিন দিনের যে খরচ হয় সেটা দিয়ে দেব। এমন চার-পাঁচটা এতিমখানায় খাওয়াবো। এ ছাড়া সেখানে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে দেবো- যাতে তারা সেগুলো অনেকদিন ব্যবহার করতে পারে।’

চাষী আলমের স্ত্রী তুলতুলের ডাক নাম মোহনা। রাজধানীর বাড্ডায় পরিবারের সঙ্গে থাকেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। মা গৃহিণী এবং বাবা ব্যবসায়ী। মাঝে দুই বছর পড়ালেখা বন্ধ ছিল তার। তবে গত বছর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন তুলতুল।

স্বামীর এমন সিদ্ধান্তে তিনিও অনেক খুশি। তুলতুল বললেন, ‘ও আমাকে বলেছে, আমি এটা করতে চাই। তখন আমি বলেছি, আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই ভাল কাজ। বরং আমি খুশিই হয়েছি।’

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪