ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে সহকারী পুলিশ কমিশনারদের ৩ দিনব্যাপি ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

হোসেন বাবলা, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনস কনফারেন্স হলে মেট্রোপলিটন পুলিশে সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ কমিশনারদের ৩দিন মেয়াদী ওরিয়েন্টেশন কোর্সের বিশেষ ব্রিফিং করেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়।

 

ব্রিফিংয়ে তিনি মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন ক্রান্তিকালে পুলিশের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও তিনি সিএমপি’তে সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিতকরণের পাশাপাশি কর্মব্যবস্থাপনা ও কর্মপ্রক্রিয়া এবং প্রতিনিয়ত করণীয় ও বর্জনীয় সম্পর্কে নির্দেশনা দেন তিনি।

 

এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪