ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরগুনায় টিসিবির ৯০ বস্তা চালসহ ট্রাক জব্দ, নগদ টাকাসহ ডিলার আটক

হায়দার হাওলাদার, বরগুনা:

বরগুনার তালতলীতে টিসিবির ৯০ বস্তা চালসহ একটি মিনিট্রাক জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একইসাথে নগদ ২০ হাজার টাকাসহ এক ডিলারকে আটক করা হয়েছে। আটক হওয়া ডিলার সজিব খান (৩০) তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের জালাল খানের ছেলে।

মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল ৮টার দিকে বরগুনা পৌর শহরের গগন স্কুল এলাকা থেকে ৯০ বস্তা টিসিবির চালসহ তাকে আটক করা হয়। বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তালতলী উপজেলা থেকে ট্রাকভর্তি চাল নিয়ে রওনা দিয়েছে। সকাল থেকে লক্ষ্য করে বরগুনা পৌর শহরের গগন স্কুল সড়কে অভিযান পরিচালনা করে মিনি ট্রাকসহ ৯০ বস্তা চাল, বিশ হাজার টাকা ও মেসার্স আম্মাজান এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের পরিচালক, ডিলার সজিব খানকে আটক করতে সক্ষম হয়েছি।

 

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, ডিলার সজিব বড় বগি ইউনিয়নের মেসার্স আম্মাজান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। ইতিমধ্যে আমার ট্যাগ অফিসার নিজে উপস্থিত থেকে ওই ইউনিয়নের ১১৬৫ জনের মধ্যে চাল বিতরণ করেছে। বাকি ২০০৩ জনের এক হাজার ১৫ কেজি চাল থাকার কথা। কিন্তু ৯০ বস্তা বা ২ হাজার ৭ শ কেজি চাল কোথা থেকে এসেছে এটা আমার জানা নেই।

 

তিনি বলেন, এর আগে আমাদের কাছে ডিলাররা জানিয়েছেন, জনপ্রতি ৫ কেজি করে সকল চাল বিতরণ করা হয়েছে। ওদের কাছে অতিরিক্ত কোন চাল নেই। জব্দকৃত বাকি চাল কোথা থেকে এসেছে সেটা আমার জানা নেই। এই চাল পুরোটা তালতলীর কিনা এটা নিয়ে সন্দেহ আছে। তিনি আরো বলেন, অভিযুক্ত ব্যক্তির ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪