ই-পেপার | রবিবার , ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তিযুদ্ধের চেতনার নামে চলছে লুটপাট –চরমোনাইর পীর

রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি:

চরমোনাইর পীর ফয়জুল করীম বলেছেন, দেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যাপক লুটপাট চালাচ্ছে আওয়ামীলীগ সরকার। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ সময় পার করছে।

 

শনিবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি জামিয়া হাসিমিয়া ইমদাদুল উলুম রসুলপুর মাদ্রাসায় তৃনমুল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশে প্রহসনের নির্বাচন আর হতে দেওয়া হবেনা। শেখ মজিবর রহমানের বাকশাল স্বপ্ন তার কন্যা পূরণ করতে চাচ্ছে। এ স্বপ্ন এ দেশের জনগণ কখনোই হতে দিবেনা। জাতীয় সরকারের মাধ্যমে আগামী নির্বাচন করার দাবি জানান তিনি।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি ইমদাদুল্লাহ হাশেমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

 

প্রতিনিধি সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ আমিন উদ্দিন, রূপগঞ্জ থানা ইসলামি আন্দোলনের উপদেষ্টা সৈয়দ আহমেদ, মোজাফফর, হাবিবুর রহমান জিহাদি, কাজি কামরুজ্জামান, কাজী শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম খোকন, মাওলানা শাহজাহান আলহাবিব প্রমুখ।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪