শিব্বির আহমদ রানা, বাঁশখালী
চট্টগ্রামের বাঁশখালীতে জেলেদের জালে প্রায় ৬ ফুট লম্বা একটি কালো ডোরাকাটা অজগর সাপ আটকা পড়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৪টার সময় উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ছাদেক আলী নামের এক জেলের পাঁতানো জাল তুলতে গিয়ে দেখে অজগর সাপটি আটকা পড়েছে। পরে তারা সাপটিকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা বনবিভাগের লোকজনকে খবর দেয়।
জলদী বনবিটের বন্যপ্রাণি রক্ষক মো. নেজামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শেখেরখীল গুইল্যাখালী এলাকায় বিলের মধ্যে জেলের জালে কালো অজগরটি আটকা পড়ার খবর দেয় স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জান চৌধুরীর নির্দেশনায় আমরা সাপটিকে উদ্ধার করি।
এ বিষয়ে বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাঈল হক বলেন, ‘জেলের জালে আটকা পড়া ডোরাকাটা কালো অজগরসাপটিকে উদ্ধার করা হয়েছে। এটি প্রবলবর্ষণে বন্যায় লোকালয় থেকে ভেসে এসেছে। এটি প্রায় ৫ থেকে ৬ ফুট লম্বা হবে। ওজন প্রায় ৬ কেজি। আগামীকাল শুক্রবার সকালে সাপটিকে বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।